হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মুরাদনগর থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোহেল মিয়া এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মনিরুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদ্রাসার আবাসিক ছাত্র ভুক্তভোগী শিশু। সে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। একই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশোনা করে আসছিলেন হাফেজ মনিরুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ওই দিনই কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে সোমবার সকালে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা