হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে দোকানে মিলল টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে জব্দ হওয়া টিসিবির তেল

কুমিল্লার বুড়িচংয়ে একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর দোকানে এই অভিযান চালানো হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৭৯ কার্টনে থাকা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেলের বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ব্যবসায়ী কাউসার দাবি করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে এসব তেল কিনে বিক্রির জন্য দোকানে রেখেছিলেন।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় তেলগুলো।

ইউএনও তানভীর হোসেন বলেন, টিসিবির এসব তেল কোনো ডিলারের কাছ থেকে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে যথাযথভাবে জব্দ করা তেল বিতরণ করা হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন