হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসের চরকাঠালিয়া উচ্চবিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ২০০ সেট বই পুড়ে ছাই

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসের চরকাঠালিয়া উচ্চবিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ সেট বই পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্কুলের গোডাউন ও মুজিব কর্নারে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহরাব হোসেন সুমন বলেন, ‘আমি সকালে বিষয়টি শুনে তাৎক্ষণিক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরীকে জানিয়েছি। তাঁরা আমাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। আমি সাধারণ ডায়েরি করব। 

প্রধান শিক্ষক আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। 

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।’ 

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ারা চৌধুরী বলেন, ‘আজ সকালে আমি জানতে পারি চরকাঠালিয়া উচ্চবিদ্যালয়ে আগুন লেগে বই পুড়ে গেছে। তাৎক্ষণিক আমি প্রধান শিক্ষককে থানায় জিডি করার জন্য পরামর্শ দিয়েছি।’ 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘চরকাঠালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’ 

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক