হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় ফ্যানে ঝুলছিল তরুণীর লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় সুমা আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা সদরের পোদ্দারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সুমা তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে। তাঁরা পোদ্দারপাড়ায় ভাড়া থাকতেন। 

হোমনায় ভাড়া বাসা থেকে সুমা আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোমনা থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা সদরের পোদ্দারপাড়ার জুলহাস মিয়ার বাড়ির এক ভাড়াটিয়ার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে। 

স্থানীয়রা জানান, সুমা আক্তারের মা জুলেখা বেগম বিভিন্ন বাড়িতে কাজ করেন। তাঁর দুই মেয়েকে নিয়ে পোদ্দারপাড়ার এই বাড়িতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে শয়নকক্ষে মেয়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে থানায় খবর দেন। 

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করি।’ 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত