কুমিল্লা তিতাস উপজেলায় ছয় বছরের সাজা প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামির নাম জাহিদুল ইসলাম। গতকাল শনিবার রাতে ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহিদুল ইসলাম উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের হানিফ সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে ফেনীর সোনাগাজী থানা ২০১৫ সালে মাদক নিয়ন্ত্রণ আইনে উক্ত মামলা রুজু করা হয়।
উপপরিদর্শক (এস আই) বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল করে শহিদুল ইসলামকে ফেনীর সোনাগাজী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একটি মাদক মামলায় শহিদুলের ছয় বছরের সাজা হয়। আজ রোববার সকালে তাকে কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।