হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শ্বাসরোধে শিশুকে হত্যা, সৎ বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিশু আরাফাত হোসেন বাপ্পী (৭) হত্যা মামলায় সৎ বাবা মো. সেলিম রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার সরকারি অতিরিক্ত কৌশলী (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম রুবেল (২৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাজোর গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল সকালে বাপ্পিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে সাইকেলে নিয়ে বের হন সেলিম। পরে সদর দক্ষিণ উপজেলার ধনাজোর বিলের কাছে নিয়ে গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করেন। হত্যার পর শিশুর লাশ বিলের কচুরিপানায় ভেতর রেখে নিজেই এলাকায় নিখোঁজের মাইকিং করেন। 

এ ঘটনায় ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা মো. আল-আমিন বাদী হয়ে নিহতের সৎ বাবা সেলিম রুবেলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার এপিপি মোহাম্মদ সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়। মামলাটিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক