কুমিল্লার হোমনায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা ফজিলাতুন নেছার (৭০) মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. অহেদ আলীর স্ত্রী।
গত বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ মণিপুর মসজিদের সামনের সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফজিলাতুন নেছা। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বারে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।