হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় আশ্রয়শিবিরে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে ঘর থেকে তুলে নিয়ে দুষ্কৃতকারীরা করিম উল্লাহ (৩৭ ) নামে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর ক্যাম্পের এম-২৭ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত করিম উল্লাহ একই ক্যাম্পের এম-২৭ ব্লকের গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের মাঝি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত একদল দুষ্কৃতকারী। পরে তাকে গলা কেটে হত্যা করে।’ 

এ সময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্‌ঘাটনে কাজ করছে।  

ওসি শামীম হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ