হোম > সারা দেশ > কুমিল্লা

স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ রাজশাহীতে আনা হয়।

খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কম। কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

গত নভেম্বরে দুই দফায় খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতিসহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা খোকনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল