হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃষ্টি ও ঝড়ো বাতাসে মহাসড়কে গাছ উপড়ে পড়েছে। এতে মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া গাছটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বিষটি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি ও বাতাসে মহাসড়কে উপড়ে পড়া গাছের কারণে চট্টগ্রামমুখী সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে বাতাস কমার পর গাছগুলো কেটে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসে বাড়বকুণ্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি গাছ উপড়ে পড়ে। ফলে এক ঘণ্টা চট্টগ্রামমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘটনার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উপড়ে পড়া গাছ কেটে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী পলাশ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সেই সঙ্গে বাড়বকুণ্ডসহ বিভিন্ন স্থানে হেলে পড়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। বৃষ্টির মধ্যে হেলে পড়া খুঁটিগুলো ক্রেন দিয়ে ওঠানোর পাশাপাশি ভেঙে পড়া গাছপালা কেটে বৈদ্যুতিক লাইন সচলের চেষ্টা করা হচ্ছে।’ তবে ক্ষতিগ্রস্ত লাইনগুলো কবে নাগাদ সচল হবে, সে ব্যাপারটি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা