হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর চ্যানেলে আটকে পড়া চীনা জাহাজ সরানো হয়েছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দর চ্যানেলে বিকল হয়ে আটকে পড়া চীনের পতাকাবাহী একটি জাহাজকে সরানো হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গভীর সাগরে পাঠানো জাহাজ পুনরায় জেটিতে ফেরত আনার সময় ইঞ্জিন বিকল হয়ে বন্দরের বয়াকে ধাক্কা দিয়ে বন্দরের চ্যানেলে আটকে যায় এমভি শি জি ফেন নামের জাহাজটি।

চট্টগ্রাম বন্দরের চারটি টাগবোট দিয়ে এমভি শি জি ফেন জাহাজটি উদ্ধার করে আবার গভীর সমুদ্রে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন, এমভি শি জি ফেন জাহাজটি উদ্ধার করতে বন্দরের টাগবোট কান্ডারী-৩, ৪, ৭ ও ১০ কাজ করে। বর্তমানে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটি মেরামত করেই আবার বন্দর জেটিতে ভিড়তে পারবে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে বোটক্লাবের কাছাকাছি কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সোমবার সকালে বন্দর জেটি থেকে সব জাহাজকে নিরাপদে রাখতে গভীর সাগরে পাঠানো হয়েছিল জাহাজটি। চীনা পতাকাবাহী কসকো শিপিং কোম্পানির জাহাজটিতে ইস্পাত তৈরিতে ব্যবহৃত পাতের কয়েল রয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিংয়ের কর্ণধার রিয়াজ উদ্দিন খান বলেন, আজ বেলা পৌনে ১টার দিকে বোটক্লাবের কাছাকাছি জাহাজটি আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এই জাহাজের কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, রিমালের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর বিপদসংকেত দেখালে গতকাল জেটি থেকে ১৯টি জাহাজ গভীর সাগরে ফেরত পাঠানো হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আজ সকাল থেকে জেটিতে জাহাজ ভিড়ানোর কার্যক্রম শুরু হয়। কর্ণফুলী নদীর মোহনা পার হয়ে বন্দর চ্যানেলে প্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে এমভি শি জি ফেন জাহাজ। এ ছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্ধ থাকা চট্টগ্রাম বন্দরের সব ধরনের কাজ পণ্য ওঠানামা শুরু হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু