হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সংবাদ প্রকাশের পর সিআইপি বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুরে সিআইপি (চাঁদপুর সেচ প্রকল্প) বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) লক্ষ্মীপুর কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ অভিযানে নেতৃত্ব দেন।

এর আগে গত ৫ নভেম্বর আজকের পত্রিকায় ‘বেড়িবাঁধ ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ’ শিরোনামে ও ৪ নভেম্বর অনলাইন ভার্সনে ‘সিআইপি বেড়িবাঁধ ও খাল দখল করে ভবন নির্মাণ’ শিরোনামে দুটি সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদ নজরে আসলে ইউএনও ও পাউবো কর্মকর্তারা উচ্ছেদ অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের মাঝে উৎফুল্লভাব লক্ষ্য করা গেছে।

বেড়িবাঁধের খাসেরহাট চমকা বাজার, হাজীমারা কড়ইতলা এলাকা, মোল্লারহাটবাজার, বটতলী এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। ওই সময় বেড়িবাঁধের দুই পাড়ে থাকা মানিক হাওলাদার, ফারুক মাঝি, দিদার মোল্লা ও ওসমান গণির অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘নতুন নির্মিত কয়েকটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আগের পাকা স্থাপনাগুলো সরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে লিখিত নোটিশ করা হবে। তাঁরা সেগুলো না সরালে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ বলেন, ‘সরকারি ভূমি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে অন্যায়ভাবে বেড়িবাঁধের ভূমিতে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দখল বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার