হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন, আহত ২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা বাতাসে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। আজ সোমবার সকালের দিকে হঠাৎ ভারী বর্ষণ ও বাতাস শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। বেড়িবাঁধের পাশে থাকা জোয়ারে পানির ঢেউয়ের আঘাতে পড়ে আহত হয়েছেন দুজন। 

এদিকে প্রচণ্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনতলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের টিনের ছাদ উড়ে গেছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ  বন্ধ রয়েছে সকাল থেকেই। 

আলী আকবর ডেইল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে, তা ছাড়া কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় বেড়িবাঁধের ভেঙেছে বলে জানা গেছে। 

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা। 

হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে আলী আকবর ডেইল হকদারপাড়ার মো. তাহেরর ছেলে শহীদ (১৬) ও তেলিপাড়ার আলতাফ মিয়ার ছেলে হাবিবুর (২৬) ঝড়ের কবলে পড়ে আহত হন। তাঁদের রেড ক্রিসেন্টের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক বিপ্লব বড়ুয়া শহীদকে ভর্তি করান এবং হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাঁচাঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩৩টির আংশিক ও দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রচণ্ড বাতাস-বৃষ্টিতে এ পর্যন্ত ৩৫টি কাঁচা ঘরবাড়ি ক্ষতির খবর জানতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি