হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে ওই শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। 

নিহত শিক্ষক গোলাম রসূল লিটন (৪৮) নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একই গ্রামের সাফায়াত আলী (৩০)। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষক। গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন শিক্ষার্থীকে তিনি প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা সাফায়াত শিক্ষক গোলাম রসূল লিটনকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে সদর দক্ষিণ থানা ওসি মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাফায়াত আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ (বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার