হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভিসির আশ্বাসে ৬ ঘণ্টা পর চবির প্রশাসনিক ভবনের তালা খুললেন শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের ফটকের তালা প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। আবাসনসংকট নিরসনসহ পাঁচ দফা দাবি পূরণের আশ্বাসে আজ রাত ৯টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

এর আগে বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে প্রশাসনিক ভবনে আটকা পড়েন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা।

সাড়ে তিন ঘণ্টা পর উপাচার্য ও সহ-উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য ভবনের নিচে নামেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে বিতর্কে জড়ান। একপর্যায়ে উভয়ে প্রশাসনিক ভবন ত্যাগ করেন। তবে রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীরা রাত ৯টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর একজন নারী কর্মকর্তাকে কাঁদতেও দেখা যায়। এ ছাড়া দু-একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আটকে থাকা রেজিস্ট্রার দপ্তরের ঊর্ধ্বতন সহকারী সদর উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনিক ভবনে অর্ধশতাধিক মানুষ আটকা ছিলেন। শিক্ষার্থীদের দাবির সমাধান করবে প্রশাসন, কিন্তু আমরা তো কোনো সিদ্ধান্ত গ্রহণকারী নই। আমাদের তালা মেরে রাখবে কেন? নারী ও অসুস্থ কর্মচারীকেও এতক্ষণ ধরে আটকে রাখা মানবিক কাজ। ডায়াবেটিস রোগীসহ অনেকেই বিপাকে পড়েছেন। এভাবে আমাদের বন্দী রাখা অমানবিক।’

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী জুলকার নাঈন বলেন, ‘আমাদের দাবিগুলো পর্যালোচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত সময় চেয়েছেন উপাচার্য স্যার। তাই আমরা আমাদের আন্দোলন ২১ আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করেছি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনের বিষয়ে ২১ আগস্ট আলোচনা করব। এই সমস্যার কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আমরা কথা বলব। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের