হোম > সারা দেশ > চাঁদপুর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও পদ্মা সেতুর মাঝখানে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিদাতা আব্দুল হাইকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আব্দুল হাই উপজেলার ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামের হাফেজ নুরুল আমিনের ছেলে। তিনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার বাদী মাকসুদুর বাশার বাঁধন পাটওয়ারী সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার পাটওয়ারীর ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন আব্দুল হাই। পরদিন শুক্রবার হাজি মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এরই জেরে গতকাল দিবাগত রাতে চাঁদপুর জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ও এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল হাইকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে