হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ জুলেজা (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রাম থেকে তাঁকে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

রাজেশ ভারতের দিল্লির আজাদপুর জেলার জাহাঙ্গীরপুরী এলাকার অর্জুন জুলেজা ও শান্তি দেবীর ছেলে।

মামলার বাদী এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, গভীর রাতে তিনি সাগরদী এলাকার একটি চা দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু তিনি বাংলা না পাড়ায় হিন্দিতে নানান কথা বলতে থাকেন। খবর পেয়ে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। পরে হিন্দি ভাষায় পারদর্শী লক্ষ্মীপুরের শাখাড়ি পাড়ার সুধা সেনকে এনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-পরিচয় জানা যায়। 

এসআই মো. আব্দুল কুদ্দুস আরও বলেন, তাঁর কাছ থেকে দুটি কম্বল ও বাংলাদেশি ২৯০ টাকা উদ্ধার করা হয়। এর আগের তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। প্রায় এক বছর ধরে পাসপোর্ট, জরুরি সনদপত্র, প্রত্যাবর্তন সনদ বা ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঘুরে বেড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভারতীয় নাগরিক রাজেশ জুলেজার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল