হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), নাঈমউদ্দিন (৪১), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), মো. আব্দুল হান্নান (৫৫), মো. ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), ৪১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার (৩৭), মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), মো. হৃদয় (২৩), সোহেল রানা প্রকাশ শাকিব (২১), মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫), মো. তারেক হোসেন ও মো. রুবেল (৩৫)।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা