হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), নাঈমউদ্দিন (৪১), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), মো. আব্দুল হান্নান (৫৫), মো. ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), ৪১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার (৩৭), মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), মো. হৃদয় (২৩), সোহেল রানা প্রকাশ শাকিব (২১), মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫), মো. তারেক হোসেন ও মো. রুবেল (৩৫)।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড