হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি, চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল রোববার রাত থেকে চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে নগরীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেট আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের সুলতান ব্যাপারীবাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে। হৃদয় বায়েজিদ থানা এলাকার একটি কার্টন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের সীমানা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ওই দেয়ালসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আমরা এসে লাশ উদ্ধার করি। সীমানাপ্রাচীরটি এমনিতেই অনেক পুরোনো ছিল। তার ওপর রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রাচীরের নিচের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আরও দুই পথচারী সামান্য আহত হয়েছেন।’ 

তবে আহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বায়েজিদ থানার পুলিশ। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ের ওপর একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির