হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি, চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল রোববার রাত থেকে চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে নগরীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেট আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের সুলতান ব্যাপারীবাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে। হৃদয় বায়েজিদ থানা এলাকার একটি কার্টন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি নির্মাণাধীন ভবনের সীমানা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ওই দেয়ালসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আমরা এসে লাশ উদ্ধার করি। সীমানাপ্রাচীরটি এমনিতেই অনেক পুরোনো ছিল। তার ওপর রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রাচীরের নিচের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আরও দুই পথচারী সামান্য আহত হয়েছেন।’ 

তবে আহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বায়েজিদ থানার পুলিশ। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ের ওপর একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত