হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের সচেতনতামূলক চিঠি পুলিশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা অনুসরণ করতে চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামাণিক। 

তিনি বলেন, সম্প্রতি ঢাকার বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ পাইকারি ব্যবসার আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চট্টগ্রামে কিছু মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। তাই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য চট্টগ্রামের মার্কেটগুলোতে চিঠি দেওয়া হয়েছে। 

নির্দেশনার মধ্যে রয়েছে, বিপণিবিতান ও মার্কেটগুলোতে পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা, রাতে মার্কেটগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সমিতির সদস্যরা পালাক্রমে মার্কেটগুলোতে নিযুক্ত থাকা, প্রযোজ্য স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারি রাখা, পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা এবং মার্কেটগুলোতে যাতে ফায়ার সার্ভিসের গাড়ি নিরাপদে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা। 

সিএমপির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে কোতোয়ালীসহ ১২টি থানা এলাকায় ৬৬টি বড় বিপণিবিতান, মার্কেট ও পাইকারি বাজার রয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, টেরি বাজার, রেয়াজউদ্দিন বাজার, হকার্স মার্কেটসহ অন্তত ১৫টি ব্যবসাকেন্দ্র রয়েছে। 

জানা গেছে, ২০১৯ সালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এক জরিপে নগরের রেয়াজউদ্দিন বাজার, টেরি বাজারসহ নগরীর ৪২টি বিপণিবিতান ও ব্যবসাকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সীতাকুণ্ডে সম্প্রতি সীমা কারখানায় বিস্ফোরণের পর এসব মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত রয়েছে। 

এর মধ্যে রেয়াজউদ্দিন বাজার, হকার্স মার্কেট ও তামকুণ্ডি লেইনে অনেকটা জায়গা জুড়ে গড়ে ওঠা ব্যবসাকেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত রাস্তা, পানির উৎস বা নিজস্ব অগ্নি প্রতিরোধব্যবস্থা। অগ্নি মোকাবিলায় বিভিন্ন সময়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যবসায়ীদের তাগাদা দেওয়া হলেও সেদিকে নজর নেই ব্যবসায়ীদের।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই