হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠী উদ্‌যাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ভোরে পূজামণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে চলছে আরতি ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি। 

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্ত্যে আসছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন দোলায় চড়ে। পূজা উপলক্ষে, পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনী থেকে জানানো হয়েছে। 

ত্রিনয়নী পূজামণ্ডপে নিয়োজিত পুরোহিত বিজয় গোস্বামী বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আবার বিজয়াদশমীতে মাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে এবার মায়ের কাছে প্রার্থনা থাকবে। সেটাই আমাদের কামনা। 
 
শাঁখারিপাড়া ত্রিনয়নী পূজামণ্ডপ উদ্‌যাপন কমিটির সভাপতি মানিক সাহা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হিন্দুধর্মাবলম্বী নেতারা। 

এ বিষয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, জেলার ৭৮টি পূজামণ্ডপগুলোতে ৪ স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারে পুলিশ-প্রশাসনের সে দিকে নজর রয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী