হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠী উদ্‌যাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ভোরে পূজামণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে চলছে আরতি ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি। 

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্ত্যে আসছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন দোলায় চড়ে। পূজা উপলক্ষে, পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনী থেকে জানানো হয়েছে। 

ত্রিনয়নী পূজামণ্ডপে নিয়োজিত পুরোহিত বিজয় গোস্বামী বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আবার বিজয়াদশমীতে মাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে এবার মায়ের কাছে প্রার্থনা থাকবে। সেটাই আমাদের কামনা। 
 
শাঁখারিপাড়া ত্রিনয়নী পূজামণ্ডপ উদ্‌যাপন কমিটির সভাপতি মানিক সাহা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হিন্দুধর্মাবলম্বী নেতারা। 

এ বিষয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, জেলার ৭৮টি পূজামণ্ডপগুলোতে ৪ স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারে পুলিশ-প্রশাসনের সে দিকে নজর রয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

জঙ্গল সলিমপুরে চার-পাঁচ শ দুষ্কৃতকারী র‍্যাবের ওপর হামলা চালিয়েছে: র‍্যাব

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ