দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী একটি চক্র এ দেশে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তারা সফল হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, তাতে আমার তো মনে হয়, এ দেশ থেকে সংখ্যালঘু শব্দটাই তুলে দেওয়া উচিত।’
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান, জেলা সদর ও সরাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার প্রমুখ।