হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৬ 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহলকারী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় জেলা সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম বাস দ্রুতগতিতে আসছিল। পরে খাগড়াছড়ি থেকে টহল দানকারী পুলিশের পিকআপকে সামনে থেকে চাপা দেয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ মোট ছয়জন আহত হন। 

আহত পুলিশ সদস্যরা হলেন মো. মিজানুর রহমান, ঈশ্বর চাকমা, মো. আবু ইউসুফ, তানভির হোসেন ও মো. সেলিম রেজা। আহতরা স্কাউট খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশের অ্যাম্বুলেন্স গাড়ির মাধ্যমে মো. আবু ইউসুফ ও মো. তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পিকআপ গাড়ির চালক সুজন চাকমাও আহত। তিনিও চিকিৎসাধীন। তিনি দীঘিনালা উপজেলার বাসিন্দা। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই মো. আব্দুর রহমান মুঠোফোনে জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে চমেকে পাঠানো হয়েছে। বাকি তিন পুলিশ সদস্য ও চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি