হোম > সারা দেশ > চট্টগ্রাম

হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রে পড়ল শিশু, ৪ দিন পর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গরম দুধের পাত্রে পড়ে আহত শিশুর (২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে, গত বৃহস্পতিবার চাতরী ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জাইফা রহমান। চাতরী ইউনিয়নের হাজি ইসমাঈল চৌধুরী বাড়ির মো. হাবিবুর রহমান চৌধুরী হেলালের মেয়ে সে। এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। 

শিশুর বাবা মো. হাবিবুর রহমান চৌধুরী হেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আমাদের দোকানের জন্য রান্নাঘরে গরম দুধ পাত্রে রাখা হয়েছিল। তখনো সে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রের ওপরে পড়ে যায়। চিৎকার আর কান্না শুনে ছুটে আসি আমরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। গত রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক