হোম > সারা দেশ > চট্টগ্রাম

হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রে পড়ল শিশু, ৪ দিন পর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গরম দুধের পাত্রে পড়ে আহত শিশুর (২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে, গত বৃহস্পতিবার চাতরী ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জাইফা রহমান। চাতরী ইউনিয়নের হাজি ইসমাঈল চৌধুরী বাড়ির মো. হাবিবুর রহমান চৌধুরী হেলালের মেয়ে সে। এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। 

শিশুর বাবা মো. হাবিবুর রহমান চৌধুরী হেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আমাদের দোকানের জন্য রান্নাঘরে গরম দুধ পাত্রে রাখা হয়েছিল। তখনো সে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রের ওপরে পড়ে যায়। চিৎকার আর কান্না শুনে ছুটে আসি আমরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। গত রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা