হোম > সারা দেশ > চট্টগ্রাম

হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রে পড়ল শিশু, ৪ দিন পর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গরম দুধের পাত্রে পড়ে আহত শিশুর (২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে, গত বৃহস্পতিবার চাতরী ইউনিয়নের এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জাইফা রহমান। চাতরী ইউনিয়নের হাজি ইসমাঈল চৌধুরী বাড়ির মো. হাবিবুর রহমান চৌধুরী হেলালের মেয়ে সে। এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। 

শিশুর বাবা মো. হাবিবুর রহমান চৌধুরী হেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আমাদের দোকানের জন্য রান্নাঘরে গরম দুধ পাত্রে রাখা হয়েছিল। তখনো সে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে গরম দুধের পাত্রের ওপরে পড়ে যায়। চিৎকার আর কান্না শুনে ছুটে আসি আমরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। গত রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়