হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার নেয়াজরপাড়া ও উপজেলার শীলকূপের বৈরাগপাড়ায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজরপাড়া এলাকার মো. আফসারের ছেলে মো. মুনতাসীর (৩) শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হিরক কুমার পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, আজ সোমবার বেলা ১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল মুনতাসীর। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠানে খেলার সময় পাশের পুকুরে পড়ে যায় রিফাত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, পরিবারের লোকজন যত দিন পর্যন্ত সচেতন না হবে তত দিন পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা কমবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা