হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার নেয়াজরপাড়া ও উপজেলার শীলকূপের বৈরাগপাড়ায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নেয়াজরপাড়া এলাকার মো. আফসারের ছেলে মো. মুনতাসীর (৩) শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হিরক কুমার পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, আজ সোমবার বেলা ১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল মুনতাসীর। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠানে খেলার সময় পাশের পুকুরে পড়ে যায় রিফাত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, পরিবারের লোকজন যত দিন পর্যন্ত সচেতন না হবে তত দিন পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা কমবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প