হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র খুলল, দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার আশা

খাগড়াছড়ি সংবাদদাতা

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

এক মাসের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে পর্যটনসংশ্লিষ্টদের। সকালে কিছু পর্যটকও দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে খাগড়াছড়ির হোটেল, রিসোর্টগুলোতে।

খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এই খাতে অনেকে বেকার হয়ে পড়েছেন। পর্যটন চালু হওয়ায় এই খাতসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ি পর্যটন মোটেল করপোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার বলেন, ‘আজ থেকে পর্যটক আসা শুরু হবে। পর্যটকের আনাগোনা বাড়লে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারব।’

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার কোকোনাথ ত্রিপুরা বলেন, ‘আজ থেকে আলুটিলা খোলা হয়েছে। সকালে পর্যটক কম হয়, দুপুরের পর থেকে পর্যটকের চাপ বাড়ে। তবে সাপ্তাহিক বন্ধের দুই দিন বেশি পর্যটক আসতে পারে।’

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘পর্যটকেরা যেন নিরাপদে জেলায় ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে । পর্যটনকে কেন্দ্র করে এখানকার জীবন-জীবিকা গড়ে উঠেছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে