হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানার পুলিশ। 

গত বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশি ওই ছয় যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করেন বলে জানা গেছে। 

সূত্রে জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা-বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকেরা চা-বাগানে দৌড়াতে থাকেন। পুলিশ দীর্ঘক্ষণ তাঁদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে আটক করে সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয়। 

আটক যুবকেরা হলেন রুবেল হোসেন (২১), ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০)। তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। 

ওই ছয় বাংলাদেশির বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানার পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশি যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি। তবে রামগড় বিজিবির আওতাধীন সীমান্তপথে তাঁরা প্রবেশ করেননি। এই ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু