হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে লবণবাহী ৫ ট্রলার ডুবি, নিখোঁজ ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে লবণবাহী পাঁচ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ওই সব ট্রলার থেকে ২৪ মাঝিকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হলেও নেছার আলী (২৮) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ রোববার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা ছিপাতলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

গহিরা নৌ পুলিশের ইনচার্জ আবদুল খালেক পাঁচ ট্রলার থেকে ২৪ মাঝিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবদুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ। নিখোঁজ নেছার আলী বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের রহমানের বাড়ির নাগু মিয়ার পুত্র। তিনি এমবি জাহাঙ্গীর নামে বাঁশখালীর একটি ট্রলারের শ্রমিক।’ 

ওই ট্রলারের মালিক কুতুবদিয়া এলাকার বাসিন্দা আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘এমভি আল্লাহর দান নামের ট্রলারটি ৬৪ টন লবণ নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সঙ্গে কুতুবদিয়ার তিনটি, মহেশখালী ও বাঁশখালীর একটি করে দুটিসহ পাঁচটি ট্রলার গহিরা উপকূলে ডুবে যায়। আমার ডুবে যাওয়া ট্রলারের মূল্য ২০ লাখ টাকা।’ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে সাগরে বাতাস ও ঢেউ বেশি ছিল। এ সময় লবণবাহী পাঁচটি ট্রলার চোখের সামনে মুহূর্তের মধ্যে ডুবে যায়। স্থানীয়রা নৌকা নিয়ে ট্রলারের মাঝিদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত