হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায় যুবদল নেতার উপস্থিতি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের প্রচারণায় জেলা যুবদল নেতার উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে এলাকার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে যুবদল নেতাকে দল ও পদ-পদবি থেকে বহিষ্কারের দাবি করেছেন।

জানা যায়, নুর-উর রশীদ চৌধুরী প্রকাশ এম এজাজ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন কমিটি তাঁকে দলীয় মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে মনোনয়ন দিয়েছে।

এর জের ধরে নুর-উর রশীদ চৌধুরী এজাজের কর্মী-সমর্থকেরা গত বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল থমকে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে গত বৃহস্পতিবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়ার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে এম এজাজ চৌধুরী তাঁর অনুসারীদের নিয়ে ব্যাপক মহড়া করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম দাখিল করেন। ঠিক তার পরদিনই শুক্রবার তিনি এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়। 

এদিকে তাঁর উপস্থিতির সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যুবদলের নেতার এমন কার্যক্রম নিয়ে অনেকেই করছেন কটু মন্তব্য।  এ নিয়ে অনেকেই জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন।  অনেকের অভিযোগ, দলের দুঃসময়ে একজন দায়িত্বশীল নেতা উপস্থিত হয়ে (হোক না স্বতন্ত্র) আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। অনেকেই তাঁকে দল ও পদ-পদবি থেকে বহিষ্কার করার দাবি করেছেন।  

এ ব্যাপারে অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা বলেন, ‘নির্বাচনী মতবিনিময় সভায় শুধু আমি না, মূলত যার সভাপতিত্বে অনুষ্ঠান হয়েছে সেও কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি নুর মোহাম্মদ।’ এ ছাড়া বিএনপির নেতা আহমদুল হক, আজিজুল হক সওদাগর, হাজি মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ আরিফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।  

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেননি দাবি করে বাদশা বলেন, ‘আমি ইউপি প্রচারণাকে মাথায় না নিয়ে স্বতন্ত্র প্রার্থী এজাজ চৌধুরীর এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলাম।’ যেহেতু এজাজ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউপি নির্বাচন করবেন, সেহেতু তিনি আওয়ামী লীগের কেউ নন বলে জানান বাদশা।  

রবিউল হোসেন বাদশা জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের নৌকা প্রতীককে প্রতিহত করতে দাবি করে বলেন, ‘বর্তমান চেয়ারম্যান ও এবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইব্রাহীম বাচ্চু যাতে পুনরায় নির্বাচিত হতে না পারেন, সে জন্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি। ইব্রাহিম বাচ্চু আমাকে চারটি মিথ্যা মামলা দিয়েছেন, লিটন বড়ুয়াকে দিয়ে আমার ওপর হামলা চালিয়েছিলেন। মূলত ইব্রাহিম বাচ্চু তথা নৌকাকে এলাকায় প্রতিহত করতে স্বতন্ত্র প্রার্থীর মিটিংয়ে অংশ নিয়েছি এবং মাঠে নেমেছি।’ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি ব্যাপারটি আপনার মাধ্যমে শুনেছি। এখনই আমি খোঁজ-খবর নিচ্ছি। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে সে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছে। তাঁর ব্যাপারে আরও খবর নিয়ে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে