হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক আবুল কালাম (৪২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

আবুল কালাম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তালতলা এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজের অটোরিকশা নিয়ে চৌমুহনী মিয়ার পোল থেকে চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন আবুল কালাম। তাঁর অটোরিকশাটি চৌমুহনী পূর্ব বাজার হলি কেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। ঘটনার পরপর পালিয়ে যান ট্রাকচালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মৃতদেহের সুরতহাল করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক আবুল কালামের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে