হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক আবুল কালাম (৪২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

আবুল কালাম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তালতলা এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজের অটোরিকশা নিয়ে চৌমুহনী মিয়ার পোল থেকে চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন আবুল কালাম। তাঁর অটোরিকশাটি চৌমুহনী পূর্ব বাজার হলি কেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। ঘটনার পরপর পালিয়ে যান ট্রাকচালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মৃতদেহের সুরতহাল করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক আবুল কালামের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর