হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরের তালা ভেঙে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই যুবকের নাম সালাউদ্দিন বলে জানা গেলেও পরিচয় জানা যায়নি। আজ সোমবার নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় এলাকার একটি টিনশেড ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ঘর থেকে লাশের দুর্গন্ধ বের হলে আশপাশের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন রয়েছে। তাঁকে গলা কেটে খুন করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’ তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে তিনজন মিলে ঘরটি ভাড়া নিয়েছিল। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের মালিকের ধারণা ছিল, তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ পায়।’

ঘরের মালিক সেনোয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়ে দুই হাজার টাকায় টিনশেডের ঘরটি ভাড়া নিয়েছিল। এদের মধ্যে নিহত যুবক নিজেকে সালাউদ্দিন হিসেবে পরিচয় দিয়েছিল।’ এ সময় ওই যুবক দিনমজুরের কাজ করেন বলে জানান তিনি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু