হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরের তালা ভেঙে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই যুবকের নাম সালাউদ্দিন বলে জানা গেলেও পরিচয় জানা যায়নি। আজ সোমবার নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় এলাকার একটি টিনশেড ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ঘর থেকে লাশের দুর্গন্ধ বের হলে আশপাশের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন রয়েছে। তাঁকে গলা কেটে খুন করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’ তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে তিনজন মিলে ঘরটি ভাড়া নিয়েছিল। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের মালিকের ধারণা ছিল, তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ পায়।’

ঘরের মালিক সেনোয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়ে দুই হাজার টাকায় টিনশেডের ঘরটি ভাড়া নিয়েছিল। এদের মধ্যে নিহত যুবক নিজেকে সালাউদ্দিন হিসেবে পরিচয় দিয়েছিল।’ এ সময় ওই যুবক দিনমজুরের কাজ করেন বলে জানান তিনি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে