হোম > সারা দেশ > কুমিল্লা

ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি কুবি সাংবাদিক সমিতির

কুবি প্রতিনিধি

ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ ও পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের সদস্যরা।

এ সময় বক্তারা ইকবাল মনোয়ায়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান। 

সংগঠনের সভাপতি ও সমকালের প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে, সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে “উচ্চ পর্যায়ের সভা”। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে এ ধরনের কোনো কাঠামো নেই।’ 

মাহি আরও বলেন, ‘তাদের এ সভার মাধ্যমে একটি অবৈধ, অনৈতিক এবং আইনবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত রুদ্র ইকবালের শিক্ষাজীবনকে ব্যাহত করছে। অথচ কাদের নিয়ে এই সভা গঠিত হয়েছে, সে বিষয় প্রশাসন এখনো পরিষ্কার করে বলেনি।’ 

ইত্তেফাকের জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে, তা কোনো আইন সমর্থন করে না। এ ছাড়া কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চ পর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন—তা স্পষ্ট নয়।’ 

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে