হোম > সারা দেশ > কুমিল্লা

ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি কুবি সাংবাদিক সমিতির

কুবি প্রতিনিধি

ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ ও পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের সদস্যরা।

এ সময় বক্তারা ইকবাল মনোয়ায়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান। 

সংগঠনের সভাপতি ও সমকালের প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে, সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে “উচ্চ পর্যায়ের সভা”। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে এ ধরনের কোনো কাঠামো নেই।’ 

মাহি আরও বলেন, ‘তাদের এ সভার মাধ্যমে একটি অবৈধ, অনৈতিক এবং আইনবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত রুদ্র ইকবালের শিক্ষাজীবনকে ব্যাহত করছে। অথচ কাদের নিয়ে এই সভা গঠিত হয়েছে, সে বিষয় প্রশাসন এখনো পরিষ্কার করে বলেনি।’ 

ইত্তেফাকের জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে, তা কোনো আইন সমর্থন করে না। এ ছাড়া কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চ পর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন—তা স্পষ্ট নয়।’ 

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক