হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১৩ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি 

গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় রবিনকে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে আন্তজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটোয়ারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিন। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র ও অপহরণসহ ১৩টি মামলা রয়েছে। এ সব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ একটি গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। অস্ত্র আইনে আরও একটি মামলা করার প্রস্তুতি চলছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা