হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন করবেন না কর্নেল অলি, সমর্থন চাইলেন ছেলের জন্য

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কর্নেল অলি। ছবি: আজকের পত্রিকা

সাবেক যোগাযোগমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ছেলেকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করে তাঁর জন্য সমর্থন চেয়েছেন।

আজ সোমবার সকালে চন্দনাইশ উপজেলার বরমা কলেজে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমি আর নির্বাচন করব না। আপনাদের একটা চিন্তা ছিল যে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কে নেবে। কোনো লুচ্চা, কোনো বাটপার যদি আপনাদের দায়িত্ব নেয়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এখানে আর কোনো খেলা হবে না। যার জন্য ছেলে অধ্যাপক ওমর ফারুককে আমেরিকাতে লেখাপড়া করিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির একটা। আপনাদের জন্য তাকে প্রস্তুত করেছি এবং আমি মনে করি আমার জীবদ্দশায় যদি তাকে আপনাদের গছায়ে দিতে পারি, সে যদি কোনো ভুলভ্রান্তি করে—তার বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে পারবেন।’

মা সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি কি আমার ছেলেকে আপনাদের গছায় দিতে পারি?’ সবাইকে হাত তুলেতে বললে সবাই হাত উঁচু করে সমর্থন জানালে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, গভর্নিং বডির দাতা সদস্য মাহমুদ বিন কাসেম প্রমুখ।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ