হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ির ছক্রাছড়া এলাকায় রূপান্ত চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় মেম্বার ঘটনাটি আমাকে জানিয়েছেন। সেখানে একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি ইউপিডিএফ রাজনীতির সঙ্গে জড়িত, তা আমাকে জানানো হয়েছে।’

হত্যাকাণ্ডের শিকার রূপান্ত চাকমা ওরফে লেজার (৪৭) বাবার নাম লক্ষ্মী চন্দ্র চাকমা। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের শিমুলতলীর বাসিন্দা ছিলেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে এবং মানিকছড়ি-মহালছড়ি সড়কের পশ্চিম পাশে দুই-তিন কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করে ইউপিডিএফ রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা বলেন, রূপান্ত চাকমা সাপছড়ি এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করেন। রোববার সকাল ৯টার দিকে সাংগঠনিক কাজে বের হলে জেএসএসের সশস্ত্র সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেপ্পোছড়ির দিকে চলে গেছেন।  

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেএসএস রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে জেএসএস জড়িত নয়। জেএসএস সশস্ত্র কার্যক্রম করে না। 

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ