চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় ফরিদুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার সেরাজুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য জহিরুল ইসলামের জন্য মালা আনতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুকলাল হাটে দৌড়ে মহাসড়ক পার হচ্ছিলেন ফরিদুল। এ সময় চট্টগ্রামমুখী প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে চট্টগ্রামমুখী মহাসড়ক থেকে ২০ ফুট দূরে ঢাকামুখী মহাসড়কে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আমির ফারুক বলেন, নিহত যুবকের মরদেহ স্থানীয় ইউপি সদস্য ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।