ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হুমায়ন কবির ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ জানুয়ারি তিনি মারা যান।
হুমায়ন কবির নূরপূর রুটি আ হক ভূঁইয়া উচ্চবিদ্যালয় ও নূরপূর আছিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া উইজডম স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি।
হুমায়ন কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেয়। তাঁর নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ ছাড়াও তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় দোয়া, কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়।