হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে গোলাগুলিতে ‘জেএসএস’ সদস্য নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে গোলাগুলিতে নিখিল দাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন। পুলিশ বলছে, নিহত নিখিল দাস জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। 

নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব আজকের পত্রিকাকে বলেন, ‘কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএসের সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। তা ছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে, তিনি জেএসএস সদস্য হওয়ার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালিরা জেএসএস করে না।’

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি