হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে গোলাগুলিতে ‘জেএসএস’ সদস্য নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে গোলাগুলিতে নিখিল দাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের কলাবুনিয়া ববিতা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন। পুলিশ বলছে, নিহত নিখিল দাস জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। 

নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব আজকের পত্রিকাকে বলেন, ‘কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের ওপর জেএসএস সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএসের সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘কাপ্তাইয়ে জেএসএসের সব কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। তা ছাড়া যে লোক মারা গেছে বলা হচ্ছে, তিনি জেএসএস সদস্য হওয়ার কথা নয়। জেএসএস করে পাহাড়িরা। হিন্দু বাঙালিরা জেএসএস করে না।’

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত