হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে উষা মারমা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। নিহত উষা মারমা উপজেলার ছোটখেদা গ্রামের সেলেহা মারমার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে জমিতে গরু খুঁজতে যান উষা। তখন তাঁকে সাপ কামর দিলে পরিবারের লোকজন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলেন। এ সময় তাঁকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে আজ সকাল ১১টায় সে মারা যায়।

এদিকে হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা না থাকায় স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে কয়েকজন এলাকাবাসী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় মজুমদার বলেন, রাত ১২টার দিকে ওই রোগীকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলা হয়।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের কামড়ে মারা যায়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা