হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে উষা মারমা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। নিহত উষা মারমা উপজেলার ছোটখেদা গ্রামের সেলেহা মারমার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে জমিতে গরু খুঁজতে যান উষা। তখন তাঁকে সাপ কামর দিলে পরিবারের লোকজন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলেন। এ সময় তাঁকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে আজ সকাল ১১টায় সে মারা যায়।

এদিকে হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা না থাকায় স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে কয়েকজন এলাকাবাসী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় মজুমদার বলেন, রাত ১২টার দিকে ওই রোগীকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলা হয়।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের কামড়ে মারা যায়।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল