হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারী গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকালে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের জঘন্য অপরাধ সমাজে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি ঘটবে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য দেন, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান, উইমেন অ্যাকটিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা।

খাগড়াছড়িতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও নারী কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকা বলেন, গত ২৭ নভেম্বরের ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির