হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হামলা প্রতিরোধের আগাম প্রস্তুতিতে রেলপুলিশের মহড়া

প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম রেল স্টেশনের চারপাশ ঘিরে হঠাৎ হামলা শুরু হলে যেভাবে প্রতিরোধ করা হবে তার কসরত দেখালো রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার সকাল ১০টা থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য। 

এ মহড়ায় বাহিনী দুটি দেখিয়েছে চট্টগ্রাম রেলস্টেশনে হামলা হলে যাত্রী ও রেলওয়ের সম্পদ অক্ষত রেখে কীভাবে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হবে। রেলের কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তা ঠেকানোর কসরতও দেখানো হয় এ মহড়ায়। মহড়ায় সদস্যদের পজিশন ও কাজকে ঝালাই করে নেওয়া হয়।

সম্প্রতি হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাখ লাখ টাকার ক্ষতি হয়। ব্যাপক ক্ষতি হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেরও। পটিয়ায় তুলে ফেলা হয় রেল লাইন, স্লিপার। ওই সময়ে হাটহাজারি রেলস্টেশনেও হামলার উদ্দেশ্যে জড়ো হয় হেফাজতের নেতাকর্মীরা।

চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, চট্টগ্রাম রেল স্টেশনে আপাতত কোন হামলার আশঙ্কা নেই। রুটিন মাফিক এ মহড়ার আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয় আরএনবিকে। পুলিশ সদসস্যদের প্রশিক্ষণকে ঝালাই করে নিতে প্রতিবছরই এ ধরনের মহড়া হয়। আর এ বছর লকডাউনের বন্ধকে কাজে লাগিয়ে সারাদেশের রেল স্টেশনগুলোতে এমন মহড়া চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাওয়ার আলম ও আর এনবি চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহর নেতৃত্বে পৃথক দুটি টিম এ মহড়ায় অংশগ্রহণ করে। এতে বাহিনী দুটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে সার্বিক দিক নির্দেশনা দেন রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল