চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া ১৭ বছর বয়সী অজ্ঞাত কিশোরের পরিচয় মেলেনি। থানা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গেও মরদেহের খোঁজ নিতে কেউ আসেননি। আজ মঙ্গলবার পর্যন্ত ঘটনার ২৩ দিন পার হলেও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন, ‘ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের।’
উল্লেখ্য, গত ২৮ আগস্ট উপজেলার ইছাখালী সদরের উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড লক্ষীরখীল পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে জিনস প্যান্ট ও কালো শার্ট ছিল। মরদেহে কোনো ক্ষত চিহ্ন ছিল না। তবে মরদেহের গলা রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই কিশোরকে।