হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ডুবল ওয়েল ট্যাংকার এমটি সুফলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গোপসাগরে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি ওয়েল ট্যাংকার ডুবে গেছে। আজ মঙ্গলবার দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যায় জাহাজটি। তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ‘এমটি সুফলাকে’ নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম  বন্দর কর্তৃপক্ষের সচিব মো.  ওমর ফারুক বলেন, ‘এমটি সুফলা’ নামের একটি ওয়েল ট্যাংকার পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে যায়। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া  হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সাগর উত্তাল থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

এমটি সুফলার কর্মকর্তা মো. হান্নান বলেন, সুফলা মাদার ভ্যাসেলে তেল সরবরাহ করতে আউটারে গিয়েছিল। সেখানে সুফলার ইঞ্জিন বিকল হলে স্রোতের তোরে জাহাজটি অন্যত্র চলে যায়। সেখান থেকে আমাদের অপর জাহাজ এমটি মদিনা ‘এমটি সুফলাকে’ উদ্ধার করে টেনে উপকূলে নিয়ে আসার চেষ্টা করা হয়। কিন্তু এতে সুফলার তলা ফুটো হয়ে ডুবে যায়। তবে সব নাবিক নিরাপদে আছে। জাহাজটিও উদ্ধারের কাজ চলছে।

কোষ্ট গার্ড চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে আমাদের কেউ জানায়নি। তবে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু