হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুরিকাঘাতে ট্রাকচালক ও বাস হেলপার নিহত, অভিযুক্ত রিকশাচালক আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে একজন ট্রাকচালক ও একজন বাসচালকের সহযোগী নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর অক্সিজেন মহাসড়কের আমন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—ট্রাকচালক ফটিকছড়ি উপজেলার হারতকিয়ার হেমান্সি বড়ুয়ার ছেলে ট্রাকচালক বুলু বড়ুয়া (৫০) ও দ্রুতযান বাস সার্ভিসের হেলপার মো. মানিক (৪৫)। তিনি একই উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাফফরপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে। 

অভিযুক্ত অটোরিকশা চালক হলেন—চিকনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফ। 

এ বিষয়ে দ্রুতযান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে হাটহাজারী অক্সিজেন সড়কের আমন বাজার এলাকায় বুলুর সঙ্গে তর্ক হয় মো. আরিফের। এ সময় হঠাৎ করে ট্রাকের দরজা খুলে চালকের আসনে বসে থাকা বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে ট্রাকের পেছনে থাকা নগরমুখী দ্রুতযান সার্ভিসের একটি বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে আরিফ।’ 

তিনি আরও বলেন, ‘পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’ 

চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াস বলেন, ‘ট্রাকচালক বুলু বড়ুয়া ও এক বাসের সহকারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানাই।’ 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালক আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।’

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা