হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতির মেঘনা নদীতে নিখোঁজ ১ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জারির দোনা এলাকায় একটি নৌকা ডুবে বেড়িবাঁধ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাহিদ মাহবুব (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

নিখোঁজ মো. সাহিদ মাহবুব নওগাঁ জেলার পোরশা এলাকার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে। 

রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্টুন থেকে নৌকায় ওঠার পরে সেটি ডুবে যায়। ওই নৌকায় তিনি ও পাউবির কর্মীসহ চার-পাঁচজন ছিলেন। পরে নৌকাসহ তাঁদের জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাহিদ মাহবুব নামে একজন নিখোঁজ রয়েছেন।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, ‘নিখোঁজ হওয়ার সংবাদটি পাওয়ার পর থেকে আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির