হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতির মেঘনা নদীতে নিখোঁজ ১ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জারির দোনা এলাকায় একটি নৌকা ডুবে বেড়িবাঁধ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাহিদ মাহবুব (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

নিখোঁজ মো. সাহিদ মাহবুব নওগাঁ জেলার পোরশা এলাকার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে। 

রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্টুন থেকে নৌকায় ওঠার পরে সেটি ডুবে যায়। ওই নৌকায় তিনি ও পাউবির কর্মীসহ চার-পাঁচজন ছিলেন। পরে নৌকাসহ তাঁদের জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাহিদ মাহবুব নামে একজন নিখোঁজ রয়েছেন।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, ‘নিখোঁজ হওয়ার সংবাদটি পাওয়ার পর থেকে আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল