হোম > সারা দেশ > চাঁদপুর

সিদ্দিকবাজারের বিস্ফোরণে মতলবের দুই ভাই নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানসুর হোসাইন (৪৩) ও মো. আল-আমিন (২৩)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। আজ বুধবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে।

মানসুর হোসাইন উত্তর ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুরের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আল-আমিন উপজেলার ষাটনল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন পুত্র। 

আজ সকাল ১০টার দিকে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দীনিয়া মাদ্রাসা মাঠে মানসুরের জানাজা হয়। এ সময় তাঁর বাবা মোশারফ হোসেন মিয়াজী সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। 

জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, পৌর যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।

গতকাল মঙ্গলবার বিকেলে মানসুর ও আল-আমিন টাইলস কেনার জন্য সিদ্দিকবাজারের ওই মার্কেটে গিয়েছিলেন বলে জানা গেছে। তখন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পরিবার সূত্র জানায়, আল-আমিন ঢাকায় তাঁর খালার বাসায় থেকে এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে মানসুর ঢাকায় তাঁর বাবার সঙ্গে ব্যবসা করতেন।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির