হোম > সারা দেশ > চাঁদপুর

সিদ্দিকবাজারের বিস্ফোরণে মতলবের দুই ভাই নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানসুর হোসাইন (৪৩) ও মো. আল-আমিন (২৩)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। আজ বুধবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে।

মানসুর হোসাইন উত্তর ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুরের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আল-আমিন উপজেলার ষাটনল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন পুত্র। 

আজ সকাল ১০টার দিকে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দীনিয়া মাদ্রাসা মাঠে মানসুরের জানাজা হয়। এ সময় তাঁর বাবা মোশারফ হোসেন মিয়াজী সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। 

জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, পৌর যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।

গতকাল মঙ্গলবার বিকেলে মানসুর ও আল-আমিন টাইলস কেনার জন্য সিদ্দিকবাজারের ওই মার্কেটে গিয়েছিলেন বলে জানা গেছে। তখন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পরিবার সূত্র জানায়, আল-আমিন ঢাকায় তাঁর খালার বাসায় থেকে এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে মানসুর ঢাকায় তাঁর বাবার সঙ্গে ব্যবসা করতেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু