হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি মেডিকেল কলেজের হোস্টেল থেকে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটি মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতাকে রাঙামাটি মেডিকেল কলেজের হোস্টেল ও একজনকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। গত ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

হামলার প্রায় সাত মাস পর গত রোববার মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক হাবিবুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয় জানানো হয়। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আয়াদ শরীফকে দুই বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া, কলেজ ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ও সপ্তম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে কলেজ হোস্টেল থেকে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে তিন মাস, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের সৃজন কান্তি দেকে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও নবম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য এবং একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, গত ১৬ জুলাই বহিরাগতদের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের সংগঠিত সংঘাতময় ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাঁদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল