হোম > সারা দেশ > চট্টগ্রাম

২০০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা হচ্ছে না এবার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

গত বছর অনুষ্ঠিত জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলার চিত্র। ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্‌যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হতো। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক, বড় উঠান ইউনিয়ন পরিষদ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিতভাবে জানিয়েছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিত। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়স্বজনকে দাওয়াত দিত।

অন্যদিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলীখেলাও এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।

এরশাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী ও আলী ফেরদৌস খান জানান, ১০০ বছরের বেশি সময় ধরে ৪ বৈশাখ এ মেলা হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের কাছে এটি সরকারের মেলা নামে পরিচিত। এ বছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকেরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

আরও খবর পড়ুন:

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক