হোম > সারা দেশ > চট্টগ্রাম

মন্ত্রীর নামফলক ঘিরে ময়লার স্তূপ

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর খোয়াজনগর-চরপাথরঘাটা আইকেসি সড়কে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। রাস্তার পাশে ফেলা হচ্ছে বিভিন্ন শিল্পকারখানা থেকে শুরু করে দোকানের ময়লা। ময়লার দুর্গন্ধে গ্রামের মানুষজনসহ চলাচলরত যানবাহন ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। এসব ময়লায় জন্ম নিচ্ছে মশা-মাছি, ছড়াচ্ছে রোগজীবাণু। 

আজ সোমবার দুপুরে সরেজমিনে ওই সড়ক এলাকায় গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর ১৩৫০ মিটার ওই সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। পটিয়া এলজিইডির অধীনে কাজটি বাস্তবায়ন করেন মেসার্স জুলধা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধনের পর থেকে নামফলক ঘেঁষে সড়কে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। 

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, রাতের আঁধারে ওই এলাকার শিল্পপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ স্থানীয়রাও প্রতিদিন ময়লা-আবর্জনা ওই সড়কে ফেলে রেখে যান। তা ছাড়া ওই এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সাধারণ মানুষ, দোকানপাট ও শিল্পপ্রতিষ্ঠানের সব ধরনের ময়লা-আবর্জনা কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলে রাখায় এখানকার পরিবেশ বিষিয়ে উঠেছে। 

অপর এক বাসিন্দা মুহাম্মদ সেলিম হক বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জনবসতি ও গুরুত্বপূর্ণ সড়কে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখাটা খুবই দুঃখজনক।  

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, যারা সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের