হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, নিরাপদে ২৯ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত। 

পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’ 

তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’ 

জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে। 

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র। 

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল। 

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর